মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট বসিয়ে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী মুদি দোকানে লাগানোর অপরাধে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ও ময়ামারী গ্রামে মোবাইল কোর্ট বসিয়ে দুটি মুদি দোকানে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রি রাখার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধারার ২ ব্যবসায়ী সহ ব্রিটিশ ও জাপান টোব্যাকো কোম্পানির ডিপোতে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন করার অপরাধে মোট ১২ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল পরিচালনার সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।