মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর আয়োজনে মেধা অন্বেষণ প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মেহেরপুর সরকারি মহিলা কলেজে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি এ এইচ এম রাশেদুল হক।
অনুষ্ঠানে মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা অন্বেষণ প্রতিযোগিতার প্রথম রাউন্ড সমাপ্ত হয়েছে।