অন্যান্য

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 26, 2015

মেহেরপুর নিউজ, ২৬ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, আওয়ামীলীগ নেতা আশকার আলী, ইসমাইল হোসেন । বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের অালোচনা সভা মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফ্রেন্ডস ফাউন্ডেশন মিলনায়তনে সংগঠনের সভাপতি এ এল এম জিয়া্উল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সংগঠনের সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সদস্য শাহাজাদ উদ্দীন, আব্দুস সালাম, এহসানুল কবীর, মডেল একাডেমীর অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।