অন্যান্য

মেহেরপুরে মুক্তিযোদ্ধা ওমর আলীর ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

February 24, 2015

আপডেট

মেহেরপুর নিউজ,২৪ ফেব্রুয়ারি:

মেহেরপুর শহরের ৯ ওয়ার্ড এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ওমর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত জানাযা নামাযের আগে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী শাহীনুজ্জামান সরকারের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন সালাম গ্রহন করেন। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগাঠনিক কমান্ডার আমিরুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা ওমর আলী হৃদরোগে আকান্ত্র হয়ে সোমবার রাত ১১ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন।