বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাহে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষ আলোচনা সভা

By Meherpur News

March 19, 2025

মেহেরপুর নিউজ:

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগ মেহেরপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে মাহে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার দুপুরে স্থানীয় একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি খালিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা তাজ উদ্দিন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান, মেহেরপুর বড়বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু।ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামিক ব্যাংকের ব্যাবস্হাপক সেলিম রেজা,মেহেরপুর বড়বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি নুর হোসেন আঙুর।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজসেবক ইকবাল হোসেনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।