আইন-আদালত

মেহেরপুরে মাস্ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীসহ মোট ৭ জনের জরিমানা

By মেহেরপুর নিউজ

April 08, 2021

মেহেরপুর নিউজ:

সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার না করায় মেহেরপুরে ৩ ব্যবসায়ীসহ মোট ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করে চলাচল করছেন সাধারণ মানুষ। ফলে এখন করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

এ পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও মাস্ক ব্যবহারে মানুষকে সচেতন করতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় এলাকা থেকে শুরু করে বড় বাজার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ী এবং ২ পথচারীরকে দোষী সাব্যস্ত করে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় র‍্যাব-৬ এর ডিএডি মোহাম্মদ আলীসহ  অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে  ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করতে সহযোগিতা করে।