মেহেরপুর নিউজ:
মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা করার দায়ে মেহেরপুরে পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালে মাস্ক বিহিন ব্যবসাপ্রতিষ্ঠান চালানোসহ মাস্ক বিহিন বাইরে ঘোরাফেরা করার দায়ে দন্ডবিধির ২৬৯ ধারায় জরিমানা আদায় করা হয়। এসময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহধারা খান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।