মেহেরপুর নিউজ:
করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশেও হু হু করে বাড়ছে মাস্ক, স্যানিটাইজার ও ওষুধ বিক্রি। গত কাল শনিবার বাংলদেশে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খবর প্রকাশিত হওয়ার পর দেশের বেশিরভাগ শহরের ফার্মেসিগুলোতে মাস্কের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ।এই সুযোগকে কাজে লাগিয়ে মেহেরপুরের কিছু সুযোগ সন্ধানী, মুনাফা লোভী ফার্মেসি ব্যবসায়ী মাস্কের সংকট দেখিয়ে মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে হাইকোর্ট করোনাভাইরাস প্রতিরোধে নেয়া পদক্ষেপের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকালে এফ আর এম নাজমুল আহসান ও কামরুল কাদেরের বেঞ্চে প্রতিবেদন জমা দেয়া হয়।
প্রতিবেদনের ওপর শুনানিতে আদালত বলেন, মাস্ক, স্যানিটাইজার এর দাম বৃদ্ধির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, মুনাফা লোভীরা এখানেও সুযোগ নিচ্ছে।
আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সেদিন আরও একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসাথে, করোনা প্রতিরোধে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা ইউনিট গঠন এবং বেসরকারি হাসপাতালগুলোতেও পৃথক সেল গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে এই প্রতিবেদনে।
উক্ত বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর নিউজকে বলেন, মেহেরপুরে কোন অসাধু, মুনাফা লোভী ফার্মেসি ব্যবসায়ী যদি মাস্কের দাম বেশী নেই তাহলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।