মেহেরপুর নিউজ, ১১ আগষ্ট: কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহাম্মদ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের ইসমাইল হোসেনের মালটা বাগান পরিদর্শণ করেছেন।
শনিবার সকালের দিকে অতিরিক্ত সচিব মোনাখালি মাঠে মালটা বাগান পরিদর্শণ করেন। এ বাগান দেখে অতিরিক্ত সচিব সৈয়দ আহাম্মদ বলেন মেহেরপুরের মাটিতে মালটার চাষ একটি অভাবনীয় সাফল্য। এই চাষকে তিনি আরো ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন বেশি করে মালটা চাষ করলে আমাদের দেশে মালটা থেকে অতিরিক্ত মুনাফা অর্জণ করা সম্ভব। এসময় অতিরিক্ত সচিবের সাথে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান, প্রশিক্ষন কর্মকর্তা স্বপন কুমার, মুজিবনগর উপজেলার কৃষি কর্মকর্তা আনিছুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এর আগে অতিরিক্ত সচিব সেখানে এসে পৌছালে কৃষক ইসমাইল হোসেন তাদের স্বাগত জানান।