মেহেরপুর নিউজ:
চলতি বছরের মার্চ মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ১৬ জনের অপমৃত্যু হয়েছে। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭জন এবং বিষপান ও আত্মহত্যা করেছে ৯ জন। অপমৃত্যুকারীদের মধ্যে পুরুষ ১৩ এবং মহিলা রয়েছে ৩ জন।
মার্চ মাসের ১২ তারিখে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের ফজল মল্লিক মোটর সাইকেলের ধাক্কায় নিহত হন । তিনি আমঝুপি গ্রামের ইজু মল্লিকের ছেলে। আমঝুপি ফার্মের সামনে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল-আরহি ফজল নিহত হন।
মার্চের ২২ তারিখে সাগর হোসেন নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। সাগর হোসেন সাহারবাটি কুঠিপাড়ার তোজাম্মেল হকের ছেলে। চৌগাছ এতিমখানার কাছে পাওয়ার টিলার এর সাথে মুখোমুখি সংঘর্ষ তিনি নিহত।
২৫ মার্চ মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। মোশারফ হোসেন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আলামিন হোসেনের ছেলে। আমদহ এবং বামনপাড়ার মাঝামাঝি স্থানে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক মোশারফ হোসেন নিহত হন।
৩০ মার্চ জাভেদ ওমর (১৮) নামের এক যুবক নিহত হন। নিহত জাভেদ ওমর জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামের স্বাধীন আলীর ছেলে।
৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন মেহেরপুরে শহরের প্রবেশদ্বারে সড়ক দুর্ঘটনায় আল ইমরান, জুবায়ের হোসেন এবং আখতারুজ্জামান নামের ৩ জন নিহত হন। নিহত আখতারুজ্জামান মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামান এর ছেলে, আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে, জুবায়ের মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে।
এছাড়াও মার্চ মাসে মেহেরপুর জেলা ৩টি উপজেলায় বিষপান ও গলায় দড়ি দিয়ে ৯ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে ২ জন পুরুষ ১ জন মহিলা বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
মুজিবনগর উপজেলায় ২জনই পুরুষ আত্মহত্যা করেন এবং গাংনী উপজেলায় ২জন পুরুষ এবং ২জন মহিলা আত্মহত্যা করেন।
এ নিয়ে চলতি সালের প্রথম ৩ মাসে মেহেরপুর জেলায় মোট অপমৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। এর মধ্যে খুন হয়েছে ২জন, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন এবং বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ২৪ জন।