মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৫ মার্চ:
মেহেরপুর বীজ প্রত্যায়ন এজেন্সীর উদ্যোগে বীজ মান উন্নয়ন,মাঠ প্রত্যায়ন, আধুনীকরন ও জোরদার কর্মসূচীর আওতায় মান সম্পূর্ন বীজ উৎপাদন ও বাজারজাতকরন শীর্ষক ডিলার ও বীজ উৎপাদনকারীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বীজ প্রত্যায়ন এজন্সীর যশোর অঞ্চলের আঞ্চলিক ফিল্ড অফিসার পরেশ কুমার রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন।কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন গাজীপুর বীজ প্রত্যায়ন এজেন্সীর বাজার উন্নয়ন কর্মকর্তা সুখদেব কুমার দাস। কর্মশালায় মেহেরপুরের ২৫ জন ডিলার ও বীজ উৎপাদনকারী চার্ষী অংশ গ্রহন করেন।