মেহেরপুর নিউজ, ০৪ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে হেরোইন রাখার অপরাধে ৬ বছর ও ইয়াবা রাখার অপরাধে ৫ বছর জেল দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ আদেশ দেন।
একই সঙ্গে ওই আসামির যথাক্রমে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ মাসের জেল দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান ওই গ্রামের মজির উদ্দিনের ছেলে।
মামলার এজাহারে জানা গেছে, ২০১৭ সালে বামন্দি ক্যাম্প পুলিশের একটি দল ১৪ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ আতিয়ার রহমানকে আটক করে।ওই ঘটনায় গাংনী থানায় পৃথক ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য় এবং আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িদ্ব পালন করেন।