বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 19, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজের সহযোগিতায মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.একেএম নজরুল কবীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খেজমত আলি মালিথ্যা, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ফুয়াদ খান। পরে সেখানে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সরকারি কলেজে “যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ মাদক” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।