মেহেরপুর নিউজ ১৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা মেহেরপুরে অবাঞ্চিত করার ঘোষনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এই ঘোষনা করা হয়। সমাবেশে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, জাগো মেহেরেপুরের সংগঠক শোয়েব রহমান , পৌর কাউন্সিলর আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তরা বলেন বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুরের মুজিবনগর কিন্তু পত্রিকাটি শুরু থেকেই মুজিবনগরের ইতিহাস এবং মেহেরপুরের ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করে আসছে। এবং মুজিবনগরকে প্রথম রাজধানী হিসাবে স্বীকৃতি না দিয়ে পত্রিকাটি চুযাডাঙ্গাকে দেশের প্রথম রাঝধানী দাবী করে। যা, দেশের স্বাধীনতাকে বিকৃত করার ষড়যন্ত্রের অপচেষ্টা। বক্তরা আরো বলেন মেহেরপুরের কোন সংবাদকে কোন প্রকার গুরুত্ব দেয় না পত্রিকাটি যা আমাদের বুড়ো আঙ্গুল দেখানোর সমান। মেহেরপুরে কোন স্থানীয় পত্রিকা না থাকার ফলে তারা এই সাহস দেখাতে পারছে বলে তারা দাবী করেন। কিন্তু আর না এখন সময় এসেছে প্রতিবাদ করার। আমরা মেহেরপুর বাসীকে সাথে নিয়ে এই অপমানের জবাব দিতে চাই। গতকালও উদ্দেশ্যমূলক ভবে শহীদ বুদ্ধিজীবী দিবসে মেহেরপুরের বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও তার কোন সংবাদ মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশ করা হয়নি। আমরা এর জবাব চাই এই ঘটায় পত্রিকার সম্পাদককে নি:শর্ত ক্ষামা চাইতে হবে অন্যথায় স্বাধীনতার পীঠস্থান মেহেরপুরের পাঠকদের নিয়ে এই পত্রিকাটির বাজারজাত করনে আমরা বাধা হয়ে দাঁড়াবো। পাশাপাশি মেহেরপুর জেলায় এই পত্রিকাটিকে অবাঞ্চিত ঘোষনা করা হবে বলে বক্তার বলেন।