মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মে: আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নূরপুর গ্রামের মাঠে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি ও ধান কাটার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে এলাকার প্রায় ১’শ কৃষক অংশগ্রহন করেন। কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন তরান্বিতকরণ প্রকল্প (আপি)-এর আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, কৃষক বেলী খাতুন। এর আগে অতিথিবৃন্দ গুটি ইউরিয়া ব্যবহারকৃত মাঠে বোরো ধান কেটে ধান কাটার শুভ উদ্বোধন করেন। বক্তারা জানান, গুটি ইউরিয়া ব্যবহার করে খরচ কম হয়েছে এবং চাষীরা অধিক ফলন পাচ্ছে ফলে তারা লাভবান হচ্ছে।