সাহিত্য ও সাময়িকী

মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৃত্তিকার নানা আয়োজন

By মেহেরপুর নিউজ

March 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ মার্চ: মেহেরপুর মৃত্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।

বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে  মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড, পল্লভ ভট্রাচার্য, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নুরুল আহমেদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান,সুজনের সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু,উদিচির সাবেক সম্পাদক শাশ্বত নিপ্পন প্রমুখ। অনুষ্ঠানে ডিজে ড্যান্স গ্রæপের সদস্যরা নৃত্য পরিবেশন করেন। পওে সেখানে মানিক হোসেন রচিত নাটক প্রতারনা মঞ্চায়ন করা হয়।নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এসএম রাসেল, মাহিন, সাদ্দাম, অপু, আবির, রাসেল, সোহেল, রাশেদ, জাহিদ প্রমুখ।পরে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।