মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। বুধবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ক্রিকেট খেলায় জেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করে। খেলায় জেলা ক্রীড়া সংস্থা ৪ উইকেটে সদর উপজেলা একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উপজেলা একাদশ ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাকিব সর্বোচ্চ ৩১ রান করেন। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে জিকো, আরিফ, সেলিম ও লিটন একটি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে জেলা ক্রীড়া সংস্থা ১ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে জিকো ৭৫ রান করে অপরাজিতা থাকেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।