অন্যান্য

মেহেরপুরে মহান মে দিবস পালিত

By মেহেরপুর নিউজ

May 01, 2015

মেহেরপুর নিউজ,০১ মে: যথাযথ মর্যাদার সাথে মেহেরপুরে মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক মাহামুদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সামছুজোহা নগর উদ্যেনে এসে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, এনডিসি মোঃ আমীনুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ট্রাক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী কদর সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ সামছুজোহা নগর উদ্যেনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, এনডিসি মোঃ আমীনুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ট্রাক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী কদর প্রমুখ।