মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর:
যথাযথ মর্যদার সাথে মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সরকারি,বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
আজ রোববার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সিভিল সার্জন ডা. আব্দুস শহীদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল কাশেম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসৱফা জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আসকার আলী, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, অরণীর সভাপতি নিশান সাবের প্রমুখ।