মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মহান আল্লাহতালাকে কটুক্তি করাই হাফিজুল নামের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হাফিজুল মেহেরপুরের গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাবলুর ছেলে।
জানাগেছে, মেহেরপুর প্রেসক্লাবের সামনে জেলা তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিনি নিযে কটুক্তি করার প্রতিবাদে নাস্তিক চঞ্চলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালীন সময় হাফিজুল মহান আল্লাহতালার নামে কটুক্তি করে। এসময় মানববন্ধনে থাকা জনগণ তাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।