মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাত টায় মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে মেহেরপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবার ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে নামাজের জামাত অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা রোকন উদ্দিন হোটেল বাজার জামে মসজিদে ইমামতি করেন।
সামাজিক নিরাপত্তা বজায় রেখে হোটেল বাজার জামে মসজিদে শত শত মানুষ নামাজে অংশগ্রহণ করেন। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও হোটেল বাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গোলাম রসূল সহ ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করেন।
এবার করোনা ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক মসজিদে মসজিদে নামাজ আদায় করলেন। এদিকে মেহেরপুর শহরের হোটেল বাজারের ন্যায় মেহেরপুর জেলার প্রতিটি গ্রাম পাড়া মহল্লার মসজিদে মসজিদে মানুষজন ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে মানুষজন গোরস্থানে গিয়ে নিকট আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন। এর আগে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এদিকে জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খান মেহেরপুর কোট জামে মসজিদ এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলি পুলিশ লাইন মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন।