বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মরহুম হাজী একতার ফাউন্ডেশনের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

By মেহেরপুর নিউজ

February 04, 2020

আমঝুপি থেকে শহিদুল ইসলাম: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি মাদ্রাসা আবু বকর সিদ্দীক (রাঃ) মরহুম হাজী একতার ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আশরাফ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ, বিষেশ অতিথি হিসেবে ছিলেন মরহুম হাজী একতার- এর ছোট ছেলে খাইরুজ্জামান টুটুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারী শামসুল হুদা শিশির, সাংবাদিক সহিদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুফতী মাসউদুর রহমান, সহকারী শিক্ষক হাফেজ আঃ বারী, আঃ আজীম, মুফতী নাজমুল, হাফেজ ওয়ায়েস কুরুনী।

মরহুম হাজী একতার ফাউন্ডেশনে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন- ১ম শ্রেণির ফাতিহা, ইয়াছিন ইবনে ইদ্রীস, সাইফুর রহমান, ২য় শ্রেণির সোহানুর রহমান, লিমন, তানিশা, ৩য় শ্রেণির মায়াজ, আবাসিক মক্তবের নাজমুল ইসলাম, শুয়াইব, সালমান, লাবীব, সিয়াম, রকি, সোহেল রানা, হিফজ বিভাগের আবির হাসান, আব্বাস, মুন্না, আঃ আজীম, আজমাইন।