খেলাধুলা

মেহেরপুরে মরহুম শুকুর আলী মিনি ফুটবলে ড্র

By মেহেরপুর নিউজ

September 09, 2015

মেহেরপুর নিউজ,০৯ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন খন্দকারপাড়া সাব অফিসের উদ্যোগে বুধবার বিকালে মেহেরপুর খন্দকারপাড়া ভাটার মাঠে মরহুম শুকুর আলী মিনি ফুটবলে একমাত্র খেলাটি ড্র হয়েছে। এদিন অনুষ্ঠিত খন্দকার পাড়া যুব স্পোটিং ক্লাব ও পিকে একাদশের মধ্যকার খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয়।