এক ঝলক

মেহেরপুরে মদ খেয়ে এক যুবককে কুপিয়ে জখম।। মাতালকে গণপিটুনি

By মেহেরপুর নিউজ

October 30, 2019

মেহেরপুর নিউজ:

মদ খেয়ে মাতলামি করার প্রতিবাদ করাই শাহী নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে মাতালরা। উত্তেজিত জনতা এক মাতালকে আটক করে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার রাতে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিকে রাজশাহী রেফার্ড করা হয়েছে এবং মাতাল যুবককে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘটনার সময় শহরের নতুন পাড়ার হৃদয় ও আলা সহ ৪ যুবক মদ খেয়ে এসে বাসষ্ট্যান্ড এলাকায় মাতলামি করছিল।

এসময় ওই এলাকার ডাব বিক্রেতা টগরের ছেলে শাহী এ ঘটনার প্রতিবাদ করে, এতে মাতাল চার যুবক ডাব বিক্রেতার কাছ থেকে দা কেড়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম  করে।

এসময়ের শাহির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আলাকে আটক করে গণপিটুনি দেয় বাকি ৩ জন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শাহী ও আলাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

আহত শাহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনার পরপরই মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।