মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলায় চাঁদবিল গ্রামে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে বৈধ লাইসেন্স না থাকায় ৩ ব্যবসায় নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এবং মাহমুদুল হাসান পৃথক পৃথক আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে বৈধ লাইসেন্স না থাকায় চাঁদবিল বাজারে সারেজুল ইসলাম, সজীব ও জিয়াউর রহমানের দোকানে আদালত বসানো হয়।
এ সময় বৈধ লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ধারায় সারেজুলের ১হাজার ৫শ টাকা, সজীবের ২ হাজার টাকা এবং জিয়াউর রহমানের নিকট থেকে এক হাজার টাকা জরিমানা করা হয়।