মেহেরপুর নিউজ:
মেহেরপুরের আলমপুর গ্রামে ভ্রাম্যমান অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সর্তকতা সম্বলিত সিগারেট উদ্ধার এবং সিগারেট মালিকের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম গোপন সংবাদের উপর ভিত্তিতে সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে ২৫ হাজার মেরেজ সিগারেট ৩ হাজার, রেক্সন সিগারেট এবং ৫ হাজার আবুল বিড়ি উদ্ধার করেন। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা কারীর দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০এট ২ এবং ৯ এর(১)ঙ ধারায় ইসরাইল হোসেন নামের এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সে টাকা দিতে না পারে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ইসরাইল হোসেন সাতক্ষীরা জেলার রুদ্রনগর গ্রামের নুর ইসলামের ছেলে। উদ্ধারকৃত সিগারেট আবুল খায়ের গ্রুপের।সিগারেট বিড়ি গুলো জব্দ করা হয়।