মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৪ মার্চ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বড় বাজারের মাসুম ফল ভান্ডারে অভিযান চালিয়ে ফরমালিন যুক্ত থাকায় ১ বস্তা আপেল এবং ৫ কেজি আঙ্গুর নষ্ট করেছে ভ্রামামান আদালত।
জানা গেছে, সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বড় বাজারের মাসুম ফল ভান্ডারে অভিযান চালায়। এ সময় তার দোকানে ফরমালিন যুক্ত এক বস্তা আপেল এবং ৫ কেজি আঙ্গুর জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা প্রশাসন চত্বরে বিনষ্ট করা হয়।