মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি দোকানে ১ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি না মানায় এ জরিমানা করা হয়। ১৭ আগস্ট সোমবার বেলা ১২টার দিকে মেহেরপুর শহরের বড়বাজার ও হোটেল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মাহমুদুল হাসান সবুজ।
তিনি বলেন, মেহেরপুরে যে সমস্ত জনগণ স্বাস্থ্যবিধি মানছে না এবং মাস্ক ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং জরিমানার আওতায় আনছি করনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে এই সংক্রমণ রোধে আমাদের এই ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মেহেরপুর শহরের বড় বাজারের চাল ব্যবসায়ী আমজাদ হোসেনকে পাটজাত মোড়ক আইন ২০১০ ধারা অনুযায়ী ৮০০ টাকা জরিমানা করা হয়েছে এবং দন্ডবিধি ১৮৬০ মোতাবেক আবুল গার্মেন্টস মালিককে ৪০০ টাকা, লিয়াকৎ সাইকেল স্টোর মালিককে ১৫০ টাকা ও শামিম ষ্টোরের মালিককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এই সময় মেহেরপুর জেলা পাট কর্মকর্তা মহাসিন সিকদার উপস্থিত ছিলেন।