মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কাথুলী সড়কে ভ্রম্যমান আদালত তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এবং বিক্রির জন্য নয় এমন ওষুধ জব্দ করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের ওই তিন ব্যবসায়ীর নিকট থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ও মাহমুদুর হাসানের নেতৃত্বে শহরের কাত্থুলী সড়কের রানা মেডিকেল, সেবা ফার্মেসী ও ফাতেমা ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রয় করার জন্য নহে এমন কিছু ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়।
এসময় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারায় ফাতেমা ফার্মেসির ৫ হাজার টাকা, সেবা ফার্মেসি ৪ হাজার টাকা, রানা ফার্মেসি ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঔষধ গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।