মেহেরপুর নিউজ, ০৪ আগষ্ট:
মেহেরপুরের ভৈরব নদে পাট পঁচিয়ে পানি দূষন করার অপরাধে দুই ব্যক্তির ১৫ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদরের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সামিউল হক এ অভিযান পরিচালনা করেন। এসময় সদর থানার এসআই আনিছুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন; সদর উপজেলার উজুলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লাল চাঁদ, হানিফ মিয়ার ছেলে তাহাজ উদ্দিন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সামিউল হক জানান, জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার উজুলপুরে ভৈরব নদে অভিযান চালিয়ে পাট পঁচিয়ে নদের পানি দূষন করার অপরাধে ওই দুই ব্যক্তির ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে। তিনি জানান, দন্ডিত দুই ব্যক্তিকে বারবার নিষেধ করা সত্তে¡ও তাঁরা পাট পচিয়ে পানি দূষন করেছেন। সেকারণে দন্ডবিধির ২৯১ ধারায় দোষী সাব্যস্থ্য করে তাদের ১৫দিন করে জেল দেওয়া হয়েছে।