মেহেরপুর নিউজ,১৩ অক্টোবর: আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মঙ্গলবার দুপরে সদরের গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা পিয়ার আহমেদ ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম, প্রধান শিক্ষক মোখলেসুর রহমান প্রমুখ। পরে সেখানে মহড়া অনুষ্ঠিত হয়।