মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেহেরপুরে ভিডিপি দিবস পালিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় চত্বরে বেলনু উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করা হয়। মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন। পরে ভিডিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা ভিডিপি কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়।
মেহেরপুর সদর উপজেলা ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার,মুজিবনগর উপজেলা ভিডিপি কর্মকর্তা ফজলে রাব্বি, গাংনী উপজেলা ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সহ আনসার ভিডিপি দলের সদস্যরা র্যালিতে অংশগ্রহণ করেন।