মেহেরপুর নিউজ, ১৯ ডিসেম্বর: আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনে ৬৮ হাজার ৫১৬ হন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে। সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস, মেডিক্যাল অফিসার ফয়সাল কবির, সাংবাদিক তুহিন আরন্য প্রমুখ। সভাপতির বক্তব্য সিভিল সার্জন বলেন, এবারের ক্যাম্পেইনে ৬৮ হাজার ৫১৬ হন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসি বয়সী ৮হাজার ৭৯৩ জন শিশুকে এক লাখ ইউনিট ক্ষমতাসম্পন্ন নীল রঙের একটি করে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৭২৩ জহন শিশুকে ২ লাখ ইউনিট ক্ষমতাসম্পন্ন লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ইমাম, সাংবাদিক ও শিক্ষকদের অবহিত করা হয়েছে। পৌরসভাসহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করা হবে এবং প্রতিটি মসজিদের মাইকে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।