বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গরু বিতরণ

By মেহেরপুর নিউজ

April 02, 2024

মেহেরপুর নিউজ:

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন গ্রামের ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৭জন ভিক্ষুককে পুনর্বাসন লক্ষ্যে গরু তুলে দেওয়া হয়। সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান উপস্থিত থেকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রামের আমির উদ্দিনের ছেলে জাফর আলী, বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের একতার আলীর মেয়ে কদবাণু খাতুন আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের রগবল শেখের মেয়ে আরজিনা খাতুন,আমদহ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের লাল মিয়ার মেয়ে আসমা খাতুন, পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের কাদের সেখের ছেলে পতকুড়ো, শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে মোতাহার আলী এবং বারদী ইউনিয়নের বরশিবাড়িয়া গ্রামের রমজান দফাদারের মেয়ে নুরজাহান খাতুনকে একটি করে গরু তুলে দেন।

এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।