মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারী: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা সৈনিক ইসমাইল হোসেন এবং নজির হোসেন বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার সন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন এবং নজির হোসেন বিশ্বাস।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নরুল আহামেদ প্রমুখ।
পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর শিল্পরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এর আগে ভাষা সৈনিক ইসমাইল হোসেন এবং নজির হোসেন বিশ্বাসকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।