মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৬ জুন) নিউজ ডেস্ক ঃ
গাছ কাটতে বাধা দেওয়ায় ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা ওমর আলী আহত হয়েছে । আজ বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে এ ঘটনা ঘটে । জানা গেছে,আজসকালে সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আবু বক্করের ছেলে বাবু তার চাচা ওমর আলীর একটি গাছ কাটা শুরু করলে ওমর আলী গাছ কাটতে বাধা দেয় । বাধা দেয়ায় ভাতিজা বাবু ধারালো অস্ত্র দিয়ে চাচা ওমর আলীকে কুপিয়ে মারাত্বক আহত করে । পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ॥