মেহেরপুর নিউজ,১৭ আগষ্ট:
মেহেরপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ডি ক্যাটাগরির পরিবর্তন, ভাতার হার উন্নীত করণ, চলমান বিভ্রান্তি, প্রহসন ও হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিষদ মেহেরপুর জেলা শাখা।
সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসানের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেহেরপুর জেলা আশাখার আহবয়ক নুরুল হুদা।
এ সময় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমান্ডার বশির উদ্দিন, সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেম, সংগঠনের সদস্য সচিব তাহাজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেহেরপুর জেলা আশাখার আহবয়ক নুরুল হুদার নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবনন্ধন ও স্মারকলিপি জমাদান কর্মসূচীতে জেলার বিবিন্ন এলাকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেণ।