মেহেরপুর নিউজ, ২৫ ডিসেম্বর:
ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। মেহেরপুরের ২৭ টি গীর্জাতে চলছে প্রার্থণা। আইন শৃংখলা বহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আজ বুধবার সকাল থেকে খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা চার্চগুলোতে দেশ ও জাতির মঙ্গলা কামনায় ইশ্বরের কাছে প্রার্থণা করছেন ।
প্রার্থণারতরা জানান, তারা বিগত দিনের ভুলের জন্য ইশ্বরের কাছে ক্ষমা প্রার্থণাও করছেন। এছাড়াও বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে গোশালা।
প্রার্থণা শেষে কির্তন গানের মধ্য দিয়ে বিভিন্ন গোশালা পরিদর্শণ করবেন। এভাবে সবার মাঝে খ্রীস্টীয় বানি পৌঁছে দেবেন তারা। এভাবে দিনভর নানা ধর্মীয় উৎসবের মধ্য দিনটি পালন করবেন।
এদিকে বল্লভপুর চার্চে ৭ দিনব্যাপী আয়োজন করা হয়েছে খ্রীস্টিয় মেলা। যার উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান, প্রতিটি গীর্জাতে পুলিশ, আনছার সদস্যা রয়েছে। পাশপাশি সাদা পোশাকে কাজ করছে পুলিশ। কোন ধরনের আশংকা নেই বলে জানান তিনি। নির্বিঘ্নে বড়দিনের অনুষ্ঠান পাল হবে বলেও আশ্বাস দেন তিনি।