মেহেরপুর নিউজ, ২৫ ডিসেম্বর:
মেহেরপুরে খ্রিস্টান ধর্মালম্বিদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন পালিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও উৎসবে মধ্যে দিয়ে দিনটির সূচনা করা হয়।
বৃহস্পতিবার মধ্যে রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া চার্চ শুভ প্রার্থনার মধ্যে দিয়ে দিনটির সূচনা করেন চার্চের ফাদার ডমিনিক হালদার। খ্রিস্টান সম্পাদায়ের মানুষ প্রর্থানায় অংশগ্রহন করেন।
এদিকে রাতে বড়দিন উপলক্ষে সম্পদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এসময় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, এনডিসি মোহাম্মদ নুর-ই আলম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, রামানান্দ পাল সেখানে উপস্থিত ছিলেন।