মেহেরপুর নিউজ,১৩ ফেব্রুয়ারি: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে মেহেরপুর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২১টি পদের বিপরীতে ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় ৯টি পদের জন্য ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সমিতির ৮৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে, নির্বাচন সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে
জানান নির্বাচন কমিশনের প্রধান সহকারী অধ্যাপক আবদুল্লাহ আমিন।
উল্লেখ্য,মেহেরপুর ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে ২১ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ইতি মধ্যে সভাপতি সহ ১২ টি পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন।তার সবগুলোই দিপু-খোকন পরিষদের। আর যে পদগুলোতে শুক্রবার ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পাবেন সেগুলো হলো সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক,কোষাধাক্ষ ও ৫টি নির্বাহী সদস্য পদে ।