মেহেরপুর নিউজ,১১ ফেব্রুয়ারি: মেহেরপুর ব্যাবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক গনসংযোগসহ মিছিলও করে প্রার্থীরা। কোনা পক্ষ প্যানেল নিয়ে আবার কোনো প্রার্থী নিজস্ব ভাবে গনসংযোগসহ মিছিল অব্যহত রেখেছেন।তবে দিপু-খোকন পরিষদ নির্বাচনী হিসাব নিকাশে এগিয়ে আছে বলে ধারনা করছেন সাধারন ভোটারর। আগামী শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির ৮৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচন সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে পরিচালনার লক্ষ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করছেন নির্বাচন কমিশননার এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। এদিকে, বুধবার বিকালে দিপু-খোকন পরিষদের উদ্যেগে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি নুর হোসেন আঙ্গুরের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অন্যদের মধ্যে নব নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান দিপু, ব্যাবসায়ী গিয়াস উদ্দিন, মফিজুর রহমান, সাফুয়ান আহাম্মেদ রুপক, মুস্তাফিজুর রহমান টোটন প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালীতে ব্যাবসায়ীরা নির্বাচনের প্রতিক নিয়ে র্যালীতে অংশ গ্রহন করে। অপরদিকে, সন্ধ্যায় যুগ্ম সাধারন সম্পাদক পদে সালেহুন আহমেদ অংকুর পক্ষে তার নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল বের করা হয় । মিছিলটি শহরের প্রধানসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য,মেহেরপুর ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে ২১ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ইতি মধ্যে সভাপতি সহ ১২ টি পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন।তার সবগুলোই দিপু-খোকন পরিষদের। আর যে পদগুলোতে শুক্রবার ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পাবেন সেগুলো হলো সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক, কোষাধাক্ষ ও ৫টি নির্বাহী সদস্য পদে ।