খেলাধুলা

মেহেরপুরে ব্যতিক্রমধর্মী ট্রলি চালকদের দিনব্যাপী প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

January 01, 2022

মেহেরপুর নিউজ:

সদ্য কেটে নেওয়া ৪ বিঘা ধানের একটি জমিতে সেঁচ দিয়ে সেখানে হাঁটু পরিমান কাদা তৈরি করা হয়েছে। জমির চতুর্পাশে ছোট-বড় কয়েক হাজার আবাল-বৃদ্ধ-বনিতাদের ভীড়। কর্দমাক্ত মাটিকে চারি পাশে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। মাঠের মাঝখানে দিয়ে লম্বা করে ৪টি দড়ির তৈরি ঘের। যার অর্থ ওই ঘেরের মাঝখান দিয়ে খালি পাওয়ার ট্রলি প্রতিযেগিতা শুরু করবে। দক্ষিণ দিক থেকে শুরু করে উত্তর প্রান্তে শেষ হবে প্রতিযোগিতা। হাজার হাজার দর্শকদের করতালির মধ্যে দিয়ে সকাল থেকে টানা বিকাল পর্যন্ত হয়ে গেল মজার একটি খেলা। হাটু কাদার মধ্যে দিয়ে পাওয়ার টলি প্রতিযোগিতা।

মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামের ৪৮ জন পাওয়ার ট্রলি চালকদের দিনব্যাপী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। ব্যতিক্রমধর্মী এই  প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর বিশ্বনাথপুর এর মাঠের সমবেত হন। প্রথম থেকে সেমিফাইনাল পর্যন্ত দুটি করে পাওয়ার ট্রলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে এসে তিনটি ট্রলি চালক ফাইনাল প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। এতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মনিরুল ইসলাম ৪৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম।

মেহেরপুর মুজিবনগর উপজেলার ইসলামপুর নতুন পাড়া গ্রামের ইনজামামুল হক ৫১ সেকেন্ড সময় দ্বিতীয় এবং একই উপজেলার নাজিরাকোনা গ্রামের রফিকুল ইসলাম ৫৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। ব্যতিক্রমধর্মী আয়োজন করেন বিশ্বনাথপুর পাওয়ার ট্রলি চালক সমিতি। নিছক কৃষকদের আনন্দ দিতে ব্যতিক্রমধর্মী আয়োজন বলে আয়োজক কমিটির সদস্যরা জানান। কয়েকদিন থেকে জমিটি প্রথমে চাষ দিয়ে পরে শ্যালো মেশিনের সাহায্যে পানি দিয়ে হাটু সমান কাদাই রূপান্তরিত করা হয়। সকাল দশটা থেকে শুরু হয় মূল প্রতিযোগিতা।

৪৮ জন চালকের মধ্যে লটারির মাধ্যমে প্রথমে ২৪ জনকে বাছাই করা হয়। এরপর আবারো লটারির মাধ্যমে ১২ জন। পরে পর্যায়ক্রমে ৬ জনে নামিয়ে নেওয়া হয়। ৬ জনের প্রতিযোগিতা এসে তিন জনকে দিয়ে ফাইনাল রাউন্ডের খেলা শুরু করা হয়। এতে বিজয়ের হাসি হাসেন মনিরুল ইসলাম। প্রথম পুরস্কার একটি খাসি ছাগল পেয়ে মনিরুল ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রচন্ড শীত উপেক্ষা করেই চালকরা বিশেষ করে প্রতিযোগিতা চলাকালীন সময়ে সমস্ত শরীর জুড়ে কাদায় পরিণত হয়। তারপরও বিজয়ী হতে পেরে তিনি মহা খুশি।

প্রতিযোগিতা শেষে মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন অপা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি করে ভেঁড়া।