কৃষি সমাচার

মেহেরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

By মেহেরপুর নিউজ

October 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ অক্টোবর: মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান শুরু  হয়েছে। চলতি মৌসুমে ১৮ টাকা কেজি দরে মেহেরপুর জেলায় মোট ৭শ’ ৫৯ মেঃ টন ধান কেনা

হবে বলে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শেখ ইফতেখার হোসেন মেহেরপুর নিউজ কে জানিয়েছেন। সোমবার মেহেরপুর খাদ্য গুদাম প্রাঙ্গনে জেলা প্রশাসক দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শেখ ইফতেখার হোসেন, উপজেলা কৃষি অফিসার এনএ হালিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আসকার আলী। সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রাফিজউদ্দিন।