মো:আবু আক্তার:
আবহাওয়া অনুকূলে থাকা,সারের কোন সংকট না থাকা সহ সময়মতন চাষীরা সার হাতে পাওয়ায় মেহেরপুর জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি অন্যান্যবারের তুলনায় এবছর ধানের ফলনও হয়েছে বেশ ভালো। ইতিমধ্যে জেলার ধান চাষীরা ধান কাটা মাড়াই শুরু করে দিয়েছে। উঠতি বোরো ধানের বর্তমান বাজার দর জেলার চাষীদের মুখ কিছুটা মলিন করলেও ধানের বাম্পার ফলন চাষীর মলিন মুখে ফুটিয়েছে হাসির ঝলক।
মেহেরপুর জেলায় এবার ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া সহ সার,বিষ, সেচ চাষীদের অনুকুলে থাকায় ধানের ফলন হয়েছে বাম্পার। ইতোমধ্যে ধান কাটা-মাড়া শুর“ করেছে চাষীরা। বিঘা পতি ফলন পাচ্ছে ২৫-৩৫ মন পর্যন্ত। জমির লীজ সহ প্রতিবিঘা ধান আবাদ করতে চাষীদের খরচ হয়েছে ৮-১০ হাজার টাকা। সে ক্ষেত্রে বর্তমান বাজার দরে চাষীদের খুব একটা লাভ হবেনা বলে জানালেও ধানের বাম্পার ফলনে চাষীরা খুব খুশি। কৃষি বিভাগ মনে করছে এবারের বোরো ধানের ফলন জেলার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
বোরো ধান চাষী আব্দুর রহমান বলেন, আবহাওয়া ভালো থাকা এবং সার সময় মতো পাওয়ার কারনে এবার ধানের আবাদ ভালো হয়েছে। পাশাপাশি ফলনও ভালো হয়েছে।
বোরো ধান চাষী রহমত আলী জানান,এবারে ধানের ফলন হয়েছে বেশ ভালো । কিন্তু বাজারের বর্তমান দামে আমাদের লস হচ্ছে। তবুও ধান চাষ করা লাগে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, এবারের বোরো ধানের ফলন জেলার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং ৯০ হাজার থেকে ১ লাখ মেঃ টন চাউল উৎপাদন হবে।
বোরো ধান চাষী নিমাই সরকার বলেন,বিঘা প্রতি জমিতে ৮-১০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে বিঘা প্রতি ধান পাচ্ছি ২৫-৩০ মন। কৃষকের মনে এবার বেশ আনন্দ রয়েছে।
চলতি রবি মৌসুমে বোরো ধান পেয়ে মেহেরপুরের চাষী-কৃষক সকলে দারুন খুশি। পাশিপাশি ধানের বাজারদর না থাকায় তারা আবার হতাশও হচ্ছে। মেহেরপুরের ধান চাষীদের বর্তমান সরকারের কাছে দাবী ধানের বাজার দর বাড়িয়ে দেওয়ার।