কৃষি সমাচার

মেহেরপুরে বোরো ধানের ফলন ভালো তবে বাজার দরে চাষীর মুখ মলিন

By মেহেরপুর নিউজ

May 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মে: মেহেরপুর জেলায় চাষীরা বোরো ধান কাটা শুরু করেছে । আবহাওয়া অনুকুলে থাকায় এবার  ধানের বাম্পার ফলন পাচ্ছে চাষীরা। এই ফলনে জেলা কৃষি বিভাগ সন্তুষ্ট হলেও বর্তমান বাজার দর চাষীদের মুখে হাসি ফুটাতে পারছেনা। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলায় এবার বোরো আবাদের লক্ষমাত্রা ছিল ২৪ হাজার ৭৬৮ হেক্টর। সেক্ষেত্রে এই লক্ষমাত্রা ছাড়িয়ে ২৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ হয়েছে। এবার আবহাওয়া চাষীদের অনুকুলে

থাকায় ধানের ফলন হয়েছে বাম্পার।  ইতোমধ্যে ধান কাটা-মাড়া শুরু করেছে চাষীরা। বিঘা পতি ফলন পাচ্ছে ২৫-৩৫ মন পর্যন্ত। প্রতিবিঘা ধান আবাদ করতে চাষীদের খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা। সে ক্ষেত্রে বর্তমান বাজার দরে চাষীদের খুব একটা লাভবান হতে পারছেনা বলে চাষীদের অনুযোগ। সদর উপজেলার যাদবপুর গ্রামের বোরো চাষী আব্বাস আলী  জানান, মাথার ঘাম পায়ে ফেলে ধার দেনা করে আমরা চাষীরা ধান উৎপাদন করছি অথচ এই ধান বাজারে বিক্রি করতে গিয়ে দাম পাচ্ছিনা। সার,তেল,বিদ্যুতের সহ সব কিছুরই দাম বেড়েছে কিন্তু ধানের দাম আগের মতোই। একই গ্রামের প্রান্তক চাষী নজরুল জানান, জমির লিজ নেওয়া থেকে ধান ঘরে তোলা পর্যন্ত যদি খরচ ধরা যায় তবে বিঘা প্রতি খরচ দাড়ায় ১৫-১৬ হাজার টাকা। বর্তমানে বাজারে ৬৫০ টাকা থেকে ৬৮০ টাকা মন ধরে বিক্রি হচ্ছে। এই দামে ধান বিক্রি করলে খরচের টাকা তুলতে জমির সব ধানই বিক্রি করতে হবে। যদি ধানের দামটা মন প্রতি ১ হাজার টাকা হয় তবেই চাষীরা লাভবান হতে পারে। ধানের এই পরিস্থিতি অব্যাহত থাকায় দিন দিন চাষীরা ধান চাষের প্রতি আগ্রহ হারাচ্ছে। এব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর উদ্দীন আবু আল-হালিম জানান, এবারের বোরো ধানের ফলন জেলার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এই মৌসুমে বোরো ধান উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছিল প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দেড় লাখ মেট্রেক টন ছাড়িয়ে যাবে।