আবু আক্তার ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর :
রোপা আমনে লোকসান যাওয়ায় বোরো আবাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে মেহেরপুরের চাষীরা। মৌসুম শুরু হলেও বীজতলা তৈরীতে কোনো তোড়জোড় নেই। ফলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণের আশংকা দেখা দিয়েছে।
মেহেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসেবে চলতি বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ১৫৭ হেক্টর জমিতে। সেই হিসেবে এই লক্ষমাত্রা পূরণে ১ হাজার ৬৭০ হেক্টর জমির বীজতলা দরকার। ইতোমধ্যে বীজতলা দিতে শুরু করলেও গতি নেই চাষীদের মধ্যে। গত রোববার পর্যন্ত মাত্র ৩১০ হেক্টর জমিতে বীজতলা দিয়েছে চাষীরা। এখনো সময় থাকলেও চাষীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছেনা। যারা বীজতলা দিচ্ছে তাও গতবারের অর্ধেক। শুধু খাওয়ার জন্য লাগাবে এমন কথা চাষীদের। চাষীরা বলছেন ধান উৎপাদনে সার,বিষ তেল সহ লেবার খরচ দিন দিন বাড়ছে কিন্তু ধানের দাম বাড়ছেনা। আর কত লোকসান গুনবে তারা ? এমন প্রশ্ন চাষীদের।
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের কৃষক আলফাজ জানান, গতবার দুই বিঘা ধান লাগিয়ে ছিলাম লর্স হচ্ছে বলে এবার ১৮কাটা ধান লাগাচ্ছি খাওয়ার জন্য। আর এই লসের ঘাটতি পূরন করতে পারছিনা আমরা।
কৃষক ইমরান জানান, সার বীষ পানির যে ভাবে দাম বাড়ছে এভাবে চাষীদের জন্য অসম্ভব হয়ে পরছে। তার কারণ ধানের দাম নেই। আমরা আর কত দিন এভাবে লস দেব। তাই ধান চাষ করা অসম্ভব হয়ে যাচ্ছে। চাষীরা ধানের দাম পাচ্ছে না।
একই উপজেলার আলমপুরের চাষী মাহাতাব জানান, গতবারের তুলনায় অনেক কম ধান লাগিয়েছি ধানের দাম না থাকায়। কৃষক আমাল হোসেন জানান, ধান লাগিয়ে কি করবো বর্তমানে এক বিঘা জমিতে ধান করতে গেলে ১২ হাজার টাকা খরচ ধান কেটে মেরে হচ্ছে ৮ হাজার টাকা এই যে আমাদের লস আমরা কিভাবে পূরন করবো। এবার শুধু মাত্র খাওঅর জন্য অল্প কিছু ধান লাগাবো।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, জানান, আস্নন বোরো মৌসুম আমাদের সামনে। আমরা কৃষিবিভাগ এবছর যাতে ধানের লক্ষ্য মাত্রা পূরন হয় যে কারনে আমরা কৃষকদের কে আদর্শ বিজ তলা তৈরির পরামর্শ দিচ্ছি। আগামী যেনো কৃষকরা এই বীজের জন্য ক্ষতিগ্রহস্ত না হয়। তাই আমরা চারা তৈরির কৌশল এবং সুস্থ্য ভাবে চারা যেনো উঠে ও সুস্থ্য চারা হয় এব্যাপারে কৃষদের আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।