আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর: মেহেরপুর জেলার বেগুন চাষীরা পোকার আক্রমন ঠেকাতে বিভিন্ন বিষ কোম্পানীর প্রতারনায় শিকার হয়ে অতিরিক্ত খরচের মধ্যে পড়েছে। অধিক ফলনের আশায় কোম্পানীগুলোর প্রলোভনে পড়ে চাষীরা লোকসানের মুখে পড়েছে। মেহেরপুর জেলায় অর্থকরী সবজি চাষের বড় একটি অংশ বেগুন চাষ। কৃষি বিভাগের হিসেব মতে জেলায় এবার বেগুন চাষ হয়েছে ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে। এই চাষ করে অনেক চাষী তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে পেয়েছে। কিন্ত এবছর বেগুন চাষের বৈরী আবহাওয়ার কারনে বেগুন গাছে দেখা দেয় পোকার আক্রমন। এই সুযোগে বিভিন্ন বিষ কোম্পানীর মাঠ কর্মীরা চাষীদেরকে বেগুন গাছের পোকার আক্রমন থেকে মুক্তি পাওয়ার আশ্বাস দিয়ে বিষ বিক্রি করছে। চাষীরা বলছেন এইসব বিষ ব্যবহার করে কোন কাজ হচ্ছেনা।
বেগুন চাষী,বিল্লাল জানান, আরেকবার যে ভলিয়ন বিষ ছিল তাতে ভাল কাজ হতো কিন্তু এবার যে ভলিয়ন বাজারে এসেছে তাতে বেগুনে কোন কাজ হচ্ছে না। এবার বিষের দাম বেশি নিচ্ছে কিন্তু কোন কাজ হচ্ছেনা অন্যন্য বিষ ব্যাবহার করে কোন লাভ হচ্ছেনা এবার আমার বেগুনে লচ্ছ হবে। আগে বিঘা প্রতি লাখ টাকা বেচাকেনা হযেছে এবার বেগুন বিক্রী করে ঈদ খরচ তুলতে পারিনি। বেগুন চাষী রমজান জানান, এবার বেগুনে এক প্রকার পোকা লেগেছে আমরা বিভিন্ প্রকার বিষ দিয়ে এই প্রকা মাড়তে পাছিনা। বন্দর গ্রামের বেগুন চাষী তারিকুল জানান, বেগুনের জমিতে অনেক রকমের বিষ দিয়েছি কৃষি বিভাগের প্রদ্ধতি নিয়ে ও কোন কাজ হচ্ছে না শুধু গাছ উন্নতি হচ্ছে কিন্তু বেগুন ধরছেনা ১০কাঠা জমিতে ১০ কেজি বেগুন পাচ্ছিনা বেগুনে পচাঁ লেগে যাচ্ছে পোকায় খাচ্ছে কোন বিষ দিয়ে আমরা উপকার পাচ্ছিনা। বেগুন চাষী তারিখ জানান,আমাদের বিঘাপ্রতি বিষ কিনতেই খরচ হয়ে গেছে ২-৩ হাজার টাকা অথচ জমি থেকে ২০ কেজি বেগুন ঘরে তুলতে পারেনি। আমাদের এলাকায় বেশির ভাগ সিনজেন্টা কোঃ ভলিয়ন বিষটা বেশি ব্যাবহার হয় এবার আমরা বিষ কোম্পানিদের কাছে থেকে প্রতারনার শিকার হয়েছি। মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা,আশরাফুল ইসলাম মেহেরপুর জেলায় বেগুনের আবাদ বেশি হয়েছে তবে বিভিন্ন কোম্পনি কৃষদের মাঝে বিভিন্ ধরণের ঔষধ ও কিটনাশক দিয়ে তাদের কে প্রতারণার মধ্যে ফেলেছে। আর বিভিন্ন ধরণের বিষ দেওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ সেই ক্ষেত্রে । তবে কৃষি বিভাগ বেগুন গাছের পোকার আক্রমন থেকে ও বিষ কোম্পানীগুলোর প্রলোভন থেকে বাঁচাতে চাষীদের সেক্স ফেরোমন ট্রেপ ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। বিভিন্ন কোম্পানীর প্রলোভনে পড়ে চাষীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। চাষীরা অধিক লাভের আশায় এই বিভিন্ন কোম্পানীর বিষ ব্যবহার করে তারা লোকসানের মুখে পড়ছে। এই পরিস্থিতি থেকে তারা বাঁচতে চাই। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন এমনটাই প্রত্যাশা চাষীদের।