অন্যান্য

মেহেরপুরে বৃদ্ধর বাড়ি দখল করলো এক প্রভাবশালী ।। আদালতে মামলা

By মেহেরপুর নিউজ

April 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ এপ্রিল: মেহেরপুর গাংনী উপজেলার সহগলপুর গ্রামে আব্দুল কুদ্দুস নামের এক বৃদ্ধের ঘরবাড়ি ভাংচুর করে তারকে মারধরে করে বাড়ি দখল করলো এলাকার প্রভাশালী এক ব্যাক্তি।  বৃহস্পতিবার মেহেরপুর সিনিয় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ওই বৃদ্ধ। বৃদ্ধ আব্দুল কুদ্দুস জানান, সহগলপুর মৌজার ১৬৫ এসএ ,৫৮ ও ৫৯ নং দাগে ৬ শতক জমির উপর বাশ দিয়ে তৈরি একটি ঘর করে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন। এদিকে সহগলপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে এনামুল হক ওই জমি দখল করার লক্ষ্যে বেশ কিছুদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে। হঠাৎ করে ভোরে এনামুল হকের নেতৃত্বে তার ছেলে নাসিম, নাইম, মেহেদী, শরীফ, আরিফ সহ ১০/১২ জনের একদল লোক জোরপূর্বক বৃদ্ধে বাড়ি ভাংচুর করে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে অতিশয় এ বৃদ্ধকে মারধর ও ভাড়ি ঘর ভাংচুর করার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মেহেরপুর আদালতে মামলার প্রস্তুতি চলছে।