মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন: “সবুজ নগর সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে আজ মঙ্গলবার জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা’২০১২ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন, কুষ্টিয়া অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মুহম্মদ নিশাদ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আসকার আলী, পৌর পেনেল মেয়র রিয়াজতুলা, আব্দুল মান্নান (ছোট), সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ,। । মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে বনজ, ফলজ, ঔষধী গাছের চারা সহ বিভিন্ন ফুল গাছের সমারোহ ঘটানো হয়েছে। মেলা চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।