মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগষ্ট:
মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চৈতন্য কুমার দাস, সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠাননের কর্মকর্তা ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে ১০ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। উদ্বোধন শেষে পার্কের মফিজুর রহমান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চৈতন্য কুমার দাস, সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী প্রমুখ। মেলায় ২০ টি স্টলে বনজ, ফলজ, ঔষধীসহ বিভিন্ন গাছ স্থান পেয়েছে।